মানিক দাস:
ফরিদপুর জেলার নির্মাণ শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত কানাইপুর নির্মাণ শ্রমিকদের উদ্যোগে সকল মৃত শ্রমিক ভাই ও বোনদের আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কানাইপুর এম এইচ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব শেখ মো. রাসেল।
কানাইপুর নির্মাণ শ্রমিক নেতা শোয়াইব ইসলাম বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল আলম কামাল ও এহতেশাম খান, যুবদলের আহ্বায়ক আবু সাঈদ মিয়া হান্নান, কৃষ্ণনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, ছাত্রদল কোতোয়ালি থানার সিনিয়র যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সোহেল মুন্সী, কানাইপুর ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাসিব মাতুব্বর, জেলা শ্রমিক ইউনিয়ন নেতা মিজানুর রহমান সুলতান, হাক্কানী দরবার শরীফ আলিম মাদ্রাসার সুপার নুরুল আমিন শামীম ও শ্রমিক নেতা আশরাফ কাজী।
ইফতার মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন ভাটি কানাইপুর আশ্রাফিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহবুব আলম।
অনুষ্ঠানে আগত অতিথিরা শ্রমিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং শ্রমিকদের অধিকার রক্ষায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
Leave a Reply