মানিক দাস:
নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে ফরিদপুরে সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (তারিখ) সকাল সাড়ে দশটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিপ্রা রায় এবং সঞ্চালনা করেন সদস্য শিপ্রা গোস্বামী।
মানববন্ধনে বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি রমেন্দ্রনাথ রায় কর্মকার, সহ-সভাপতি ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, সদস্য মুন্নি আক্তার, অধ্যাপক মাহবুব হক, ইয়েস সদস্য জাহিদ হোসেন শান্ত, এ.সি.জি সদস্য সাদিয়া আক্তারসহ অন্যান্য বক্তারা। এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকরা এতে অংশ নেন।
বক্তারা সাম্প্রতিক ধর্ষণের ঘটনাগুলোকে তীব্র নিন্দা জানিয়ে বলেন, অপরাধীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তারা আরও বলেন, সমাজে ধর্ষণ ও সহিংসতা বন্ধ করতে হলে মানসিকতার পরিবর্তন জরুরি। পারিবারিক ও সামাজিক শিক্ষার মাধ্যমে পুরুষতান্ত্রিক মনোভাব দূর করা না গেলে এ ধরনের অপরাধ রোধ করা সম্ভব নয়।
সনাকের ১১ দফা দাবি:
১. নারী ও শিশু ধর্ষণসহ সব ধরনের যৌন নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা।
2. নারীর অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় আইন সংস্কার ও কার্যকর প্রয়োগ।
3. শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্রসহ সবখানে নারীর নিরাপত্তা নিশ্চিত করা।
4. রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নারীর সমান অধিকার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া।
5. টেকসই উন্নয়নের লক্ষ্যে শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রশাসনের ওপর গুরুত্ব প্রদান।
6. দুর্নীতি প্রতিরোধ ও জবাবদিহিতা নিশ্চিত করে নারী অধিকার সুরক্ষার ব্যবস্থা নেওয়া।
7. অনলাইনে নারীর প্রতি সহিংসতা রোধে জাতীয় কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন।
8. নারী নির্যাতন প্রতিরোধে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহিত করা এবং প্রশিক্ষণ প্রদান।
9. নারী ও শিশু নির্যাতনের মামলাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করা।
10. নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতে সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা।
11. জাতীয় হেল্পলাইন ও অভিযোগ জানানোর হটলাইন নম্বরগুলোর প্রচার ও কার্যকারিতা বৃদ্ধি।
বক্তারা বলেন, সমাজে প্রতিটি ঘরে ধর্ষণবিরোধী সচেতনতা গড়ে তুলতে হবে। পরিবারের কাছেও এখন নারীরা নিরাপদ নয়, যা অত্যন্ত দুঃখজনক। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে এ সমস্যা মোকাবিলা করতে হবে।
Leave a Reply