1. admin@muktirsongram.com : admin :
  2. maxoverstend@hotmail.com : maxoverstend :
  3. plugins@wordpress.com : plugins :
  4. system_admin@muktirsongram.com : Test User : Test User
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তী:
*নিয়োগ বিজ্ঞপ্তি*  "মুক্তির সংগ্রাম" নিউজ চ্যানেল ও নিউজ পোর্টালের জন্য প্রতিনিধি নিয়োগ* সত্য ও ন্যায়ের পক্ষে জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করতে চান? *"মুক্তির সংগ্রাম"* নিউজ চ্যানেল দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দিচ্ছে।  *নিয়োগকৃত পদের তালিকা:*  - জেলা প্রতিনিধি - উপজেলা প্রতিনিধি - ফ্রিল্যান্স রিপোর্টার *যোগ্যতা:* - সাংবাদিকতায় আগ্রহী হতে হবে। - সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরির মানসিকতা থাকতে হবে। - স্মার্টফোন বা ক্যামেরা ব্যবহার করে নিউজ কাভারেজ করতে সক্ষম হতে হবে। - ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে। - স্বপ্রণোদিত হয়ে মাঠপর্যায়ে কাজ করার ইচ্ছা থাকতে হবে। *কর্তব্য ও দায়িত্ব:* - স্থানীয় গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ ও প্রকাশ করা। - বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সত্য সংবাদ পরিবেশন করা। - নিউজ চ্যানেলের নীতিমালা অনুসরণ করা। *নোট:* - এটি একটি স্বেচ্ছাসেবী (Voluntary) ভিত্তিক কাজ, কোনো সম্মানী বা আইডি কার্ড প্রদান করা হবে না। - যারা সাংবাদিকতার প্রতি আগ্রহী এবং নিজেদের অভিজ্ঞতা বাড়াতে চান, তাদের জন্য এটি একটি ভালো সুযোগ। *আবেদন প্রক্রিয়া:* আপনার *নাম, ঠিকানা, ছবি ও সংক্ষিপ্ত পরিচিতি* আমাদের ইমেইল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। 📧 *ইমেইল: muktirsongram.news@gmail.com 📞 *হোয়াটসঅ্যাপ: 01726860079 *ওয়েবসাইট : www.muktirsongram.com *"সত্যের পথে, মুক্তির লক্ষ্যে" – আসুন, একসঙ্গে কাজ করি!* ধন্যবাদ।।
শিরোনামঃ
ফরিদপুরে ইনক্লুসিভ ইন্টারেক্টিভ ক্যাপাসিটি বিল্ডিং ডিস্কাশন অনুষ্ঠিত ফরিদপুরে জিয়া মঞ্চের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত নারী দালাল হেলেনা আক্তারকে পুলিশের হাতে সোপর্দ করলো স্থানীয় জনতা হেফাজত ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ‌ অনুষ্ঠিত ফরিদপুরের ৬ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের পক্ষ থেকে ফরিদপুরে ঈদ উপহার বিতরণ ফরিদপুর বণিক সমিতিতে আগুন মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিশেষ আয়োজন ‘মুক্তির মহিমা’ অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফরিদপুর স্টেডিয়াম সংলগ্ন গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন ফরিদপুরে নগই এর ডিজি, ডিডি’র অপসারণ দাবিতে আল্টিমেটাম

পণ্যের সংকট নেই, রমজানে দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: অর্থমন্ত্রী

  • আপডেট : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

সিনিয়র করেসপন্ডেন্ট ঢাকা:
রমজান ঘিরে পণ্যের কোনো সংকট নেই। পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ দাম বাড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

রোববার (২১ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয়ের জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, রমজান আসছে। যেসব আইটেম লাগে, সেগুলোর কোনো শর্টেজ (সংকট) নেই। চিন্তার কোনো কারণ নেই। শর্টেজেরও কোনো কারণ নেই। কিছু মহল চেষ্টা করে, কীভাবে সিচুয়েশনকে ডিস্ট্যাবিলাইজ করা যায়। যেখানে মার্কেট ইকোনমি অপারেট করছে, সেখানে সুযোগ নেওয়ার চেষ্টা করে।

তিনি বলেন, প্রাইস লেভেল ধরে রাখার কাজগুলোই সরকার করছে। আমরা মনে করি, চিন্তার কোনো কারণ নেই। দরকার হলে আমরা অনেক কঠোর পদক্ষেপের দিকে চলে যাব। দরকার হলে শাস্তিমূলক পদক্ষেপের দিকে যাব, কাউকে ছাড় দেব না।

এখনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, না। এখনো হয়নি।

তাহলে জরুরি বৈঠকের কারণ কি? সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করলে অর্থমন্ত্রী বলেন, নির্বাচনের পরে ন্যাচারালি সবাই তো বলছে, কী করছেন, কী করলেন।

আপনাদের টার্গেট কি শুধু রমজান, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, শুধু রমজান নয়। রমজান নিয়ে চিন্তা তো আছে মানুষের মধ্যে, সেজন্য।

চালের দাম বাড়ানোর পর সরকারের পদক্ষেপ নিয়ে অর্থমন্ত্রী বলেন, আমরা পদক্ষেপ নিচ্ছি। আলোচনা করছি, দেখছি। দেখুন আপনারা, ইতোমধ্যে দাম কমেছে।

ব্যবসায়ীরা এখন ট্রাক নিয়ে ক্ষেত থেকে আলু তুলছে। তাদের লাভ হচ্ছে। বাজারে মনোপলি হচ্ছে, সেখানে কী ব্যবস্থা নিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অ্যাকশনে তো যাচ্ছি।

জিনিসপত্রের দাম কত দিনের মধ্যে কমবে, এ প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, এটা কখনোই বলা সম্ভব না।

আমদানিকে প্রাধান্য দেবেন কি না, এ প্রশ্নে আবুল হাসান মাহমুদ আলী বলেন, দরকার হলে আমদানি করতে হবে, এখনো তো সেরকম কিছু হয়নি।

রিজার্ভ বাড়াতে কী পদক্ষেপ নেওয়া হবে, এ প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, করছি তো আমরা। আপনারা দেখছেন আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার, তাদের সঙ্গে মাল্টিকারেন্সি অ্যাপ্রোচ গ্রহণ করছি। শুধু ডলার দিয়ে তো আমরা করছি না।

বেসরকারি খাত সংকটের মধ্যে আছে, বর্তমান পরিস্থিতিতে তারা কি চলতে পারছে? আপনি কী মনে করেন? এ প্রশ্নে তিনি বলেন, প্রাইভেট সেক্টর তো প্রাইভেট সেক্টর। প্রণোদনা ছাড়া আর মাল্টিপল অ্যাপ্রোচেস ছাড়া তো অন্য কিছু করা যায় না। তবে ব্রড সেক্টরগুলো তো নিয়ন্ত্রণে আছে।

ডলার সংকট নিয়ে করা এক প্রশ্নের উত্তরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, গত বছরের জুলাই থেকে জানুযারি পর্যন্ত আটটি পণ্যের যত এলসি হয়েছিল, এবার তার চেয়ে ১০-১৫ শতাংশ বেশি এলসি হয়েছে। এলসি খোলার সমস্যা ঠিক নয়। পণ্যগুলো সময়মতো দেশে এসে পৌঁছাবে বলে আশা করছি। মধ্যস্বত্বভোগীরা সমস্যা না করলে দাম বাড়ার কোনো কারণে নেই। পণ্যের কোনো ঘাটতি হবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 MuktirsongramNews
Theme Customized By Muktirsongram