মানিক দাস:
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর পোরদিয়া সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে দশটায় ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ইকবাল হাসান, পোরদিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোশাররফ হোসেন এবং পোরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহাবুব আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: দেলোয়ার হোসেন, সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক আব্দুর রহমান মোল্লা।
এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য আবুল কালাম মিয়া,বাবু তপন গুহ, সুমন খান প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ অতিথিবৃন্দ এবং ছাত্রীরা এবং তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন শারীরিক ও মানসিক সুস্থতা বিকাশ নিয়ে বেড়ে উঠতে হবে এজন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। আমরা এমন একটা শিক্ষা নিয়ে কাজ করব যে শিক্ষা দেশের কাজে লাগবে। সমাজের কাজে লাগবে জাতির কাজে আসবে।
এরপর বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এছাড়া প্রাক্তন ছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের জন্য একটি করে খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে উপস্থিত অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সৌদি আরব প্রবাসী সুমন খান বিগত দিনের ন্যায় ২০২৪ সালে বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
Leave a Reply