মানিক দাস:
“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই”স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ফরিদপুরে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টে জেলা পর্যায়ের খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে । গত সোমবার বিকালে সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর বাইতুল আমান (অনার্স শাখা) মাঠে প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ভাবে সমাপনী ও পুরস্কার বিতরণী করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: ইয়াছিন কবীর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আল-আমীন খন্দকার উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার, নগরকান্দা সার্কেল, ফরিদপুর। এছাড়া আরো উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, অধ্যক্ষ ফরিদপুর মুসলিম মিশন কলেজ।
আব্দুর রাজ্জাক, প্রভাষক সরকারি নগরকান্দা কলেজ ফরিদপুর। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ফরিদপুর জেলা পর্যায়ের ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ । ফাইনাল ম্যাচে সরকারি নগরকান্দা মহাবিদ্যালয় বনাম ফরিদপুর মুসলিম মিশন কলেজ মুখোমুখি হয়। খেলায় সরকারি নগরকান্দা মহাবিদ্যালয় ৪-১ গোলে মুসলিম মিশন কলেজ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন । চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজ মানি ৩০ হাজার টাকা এবং রানারআপ দলের জন্য ২০ হাজার টাকা।বিপুলসংখ্যক দর্শক এই খেলাটি উপভোগ করেন।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে জেলা পর্যায়ের এ ফুটবল প্রতিযোগিতায় ফরিদপুর জেলার মোট তেরোটি কলেজে অংশগ্রহণ করেছে। পরবর্তীতে চ্যাম্পিয়ন ও রানারআপ দুটো দলই বিভাগীয় পর্যায়ে ঢাকায় অংশগ্রহণ করবে।
Leave a Reply