নিজেস্ব প্রতিবেদক:
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক ডা. শাহিন জোয়ারদারের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি মুত্তাকিনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) রাতের দিকে রাজধানীর মৌচাক এলাকা থেকে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম ফয়সালের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃত মুত্তাকিন ফরিদপুরের পশ্চিম খাবাসপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফরিদপুর জেলা কমিটির সদস্য। এই মামলায় মোট ছয়জন আসামির মধ্যে ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর মুত্তাকিনের নেতৃত্বে একদল যুবক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে প্রবেশ করে চিকিৎসক ডা. শাহিন জোয়ারদারের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এই ঘটনায় জেলার চিকিৎসক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে আন্দোলন শুরু হয়। পুলিশ জানিয়েছে, বাকি এক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply