বিশেষ প্রতিবেদক:
ফরিদপুরে ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সামাজিক ও মানবাধিকার সংগঠনের সদস্যরা অংশ নেন। বক্তারা বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলার নিষ্পত্তি ও অপরাধীদের ফাঁসির দাবি জানান।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা শ্লোগানে শ্লোগানে ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দেন এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
স্থানীয়রা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে নারীদের প্রতি সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন। দ্রুত বিচার নিশ্চিত করা না হলে প্রতিবাদ আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
Leave a Reply