বিষেশ প্রতিনিধি:
ফরিদপুরে অবস্থিত দেশের একমাত্র নদী গবেষনা ইন্সটিটিউটের ডিজি এস এম আবু হুরাইরা ও ডিডি মোঃ আবুল এহসান মিয়ার অপসারনের দাবিতে অবস্থান কর্মসূচি করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নদী গবেষনা ইন্সটিটিউটের প্রধান ফটকে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচি থেকে ডিজি ও ডিডিকে ২৪ ঘন্টার মধ্যে অপসারনের আল্টিমেটাম দেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহবায়ক কাজী রিয়াজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোঃ সোহেল রানা, মুখ্য সংগঠক আনিচুর রহমান সজল, যুগ্ম সদস্য সচিব মোঃ এনামুল চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের দুইজনকে অপসারন না করা হলে ছাত্র-জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলন করা হবে। অবস্থান কর্মসূচি চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply