মানিক দাস:
আরাফাত রহমান কোকো’র ১০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিপুরে শোক র্যালি ও দোয়া অনুষ্ঠিত হয় ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে শোক র্যালি ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ সুমন খানের সভাপতিত্বে শোক র্যালি টি ফরিদপুর শহরের খাবাসপুর মোড় হতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় ।
এখানে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন আরাফাত রহমান স্মৃতি সংসদ ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি এনামুল করিম রবিন, মোঃ মুসা মিয়া, মামুনুর রশিদ,মোঃ শফিকুল ইসলাম,সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত বক্তব্যে ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করে তার আত্মার মাগফেরাত কামনা করে ও মোনাজাত অনুষ্ঠিত হয় ।
এছাড়া অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে আরো জানানো হযয়েছে যে, আগামীকাল শুক্রবার বাদ আছর ফরিদপুর জাতীয়তাবাদী দল বিএনপি’র কার্যালয়ে বাদ আছর বিশিষ্ট ক্রিয়া সংগঠক আরাফাত রহমান কোকো’র দশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
Leave a Reply