মানিক দাস:
ফরিদপুরে ব্যাটারি চালিত রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের আহ্বায়ক সিদ্দিকুর রহমান সভাপতিত্ব করেন এবং সাংবাদিক হাসানুজ্জামান সঞ্চালনা করেন।
সভায় বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সদস্য কমরেড শহিদুল ইসলাম, ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের আজাদ, রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব শহিদুল ইসলাম, সদস্য মোহাম্মদ মোতালেব, রেজাউল ইসলাম, বেলাল হোসেনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, রিকশা ভ্যান শ্রমিকদের যাতে খেয়ে-পড়ে বাঁচতে অসুবিধা না হয়, সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের সন্তানদের সুশিক্ষা নিশ্চিত করতে হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।
বক্তারা আরও বলেন, দেশের উন্নয়নে শ্রমিকদের গুরুত্ব অপরিসীম। কিন্তু তারা প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছেন এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার পর শ্রমিকদের স্বার্থকে উপেক্ষা করেছে। বিগত সরকার শ্রমিকদের জন্য তেমন কোনো উদ্যোগ নেয়নি, বরং লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে।
সভায় বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং নিজেদের অধিকার আদায়ের জন্য প্রতিবাদ করতে উৎসাহিত করেন। সংগঠনকে শক্তিশালী করতে সকল শ্রমিকদের একসঙ্গে কাজ করার পরামর্শ দেন। ভবিষ্যতে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে সকলে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
Leave a Reply