মানিক দাস:
ফরিদপুরে যুব কাবাডি অনূর্ধ্ব ১৮ (বালক বালিকা) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বালিকা বিভাগে ফরিদপুর জেলা দল ৩৩-৩১ পয়েন্টে গোপালগঞ্জ জেলা দলকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। অন্যদিকে ছেলেদের ইভেন্টে গোপালগঞ্জ জেলা দল ২৭-২১ পয়েন্টে ফরিদপুর জেলা দলকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
আজ বুধবার উভয় ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল , বক্তব্য রাখেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বিন কালাম (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) কাবাডি ফেডারেশনের সদস্য মাসুদুর রহমান চুন্নু। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য বিবেক কুমার রায়। সংক্ষিপ্ত বক্তব্য বক্তারা বলেন কাবাডি আমাদের জাতীয় খেলা।
এই খেলাকে গ্রাম অঞ্চলে ছড়িয়ে দিতে হবে। তাহলে গ্রামের খেলোয়াড়রা এই খেলাতে উৎসাহ পাবে। তারা বলেন নিয়মিত খেলাধুলা করলে শরীর ভালো থাকে। আর তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এই প্রতিযোগিতা থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে মেয়েদের বিভাগে সেরা ক্যাচার নির্বাচিত হন ঊষা। সেরা রেইডার নির্বাচিত হন মিম। অন্যদিকে ছেলেদের ইভেন্টে সেরা ক্যাচার নির্বাচিত হন গোপালগঞ্জের অনিক এবং রেইডার নির্বাচিত হন ফরিদপুরের নয়ন কাজী।
গুরুত্বপূর্ণ এই খেলাটিতে রেফারির দায়িত্ব পালন করেন জাতীয় রেফারি মোঃ স্বপন খান ও আবুল কালাম।
দুইদিন ব্যাপী এ প্রতিযোগিতার আয়োজনে ছিলেন জেলা পুলিশ এবং সার্বিক সহযোগিতা ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশন। বিজয়ী দল পরবর্তী পর্বে ঢাকায় অংশগ্রহণের সুযোগ পেল।
Leave a Reply