মানিক দাস:
ফরিদপুরে শহীদ সুফি নাট্যচক্র ও শিল্পী পরিবারের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে ফরিদপুর শহরের শহীদ সুফি সমাজ কল্যাণ সংস্থার তৃতীয় তলায় উক্ত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শেখ মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন।
এছাড়াও বক্তব্য রাখেন শহীদ সুফি নাট্যচক্রের উপদেষ্টা ডা. এস.সি. পাল, দৈনিক সমকালের ফরিদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক হাসানুজ্জামান, চর ভদ্রাসন উপজেলার শাখার আহ্বায়ক মোশাররফ হোসেন, আলফাডাঙ্গা শাখার আহ্বায়ক মশিউর রহমান, বাংলা থিয়েটারের সভাপতি আনিসুর রহমান আনিস এবং বিনোদন নাট্যদলের সভাপতি অঞ্চল সরকার।
অনুষ্ঠানে শিল্পী পরিবারের বিগত দিনের কার্যক্রম ও আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এরপর সদস্যদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়।
ইফতার অনুষ্ঠানের পূর্বে দেশ ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় সংগঠনের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply