মানিক দাস:
ফরিদপুরে সাধারণ ছাত্রসমাজের উদ্যোগে ছিনতাই ও ধর্ষণের বিরুদ্ধে বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (রবিবার) বেলা ১২:৩০ মিনিটে ফরিদপুর সাধারণ ছাত্রসমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
শহরের রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী নিরব ইমতিয়াজ শান্তর সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষার্থী সিফাত, সানজিদা রহমান সমতা, কাশফিয়া ইকবাল ফারিন, আশরাফুল তাসিনসহ অন্যান্য শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে পরিকল্পিতভাবে ধর্ষণের ঘটনা সারাদেশে বেড়ে চলেছে, যা একটি গভীর ষড়যন্ত্রের অংশ। সম্প্রতি ফরিদপুরের কানাইপুরে এক শিশুর ওপর নৃশংস ধর্ষণের ঘটনা ঘটেছে, যা তীব্র নিন্দনীয়। তারা বলেন, ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।
বক্তারা আরও বলেন, বিচার ব্যবস্থার ফাঁক-ফোকরের কারণে অনেক ধর্ষক জামিনে মুক্তি পেয়ে পুনরায় অপরাধে জড়াচ্ছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে বিচার ব্যবস্থাকে আরও কঠোর হতে হবে। পাশাপাশি, যারা ধর্ষকদের পক্ষে আইনি সহায়তা দিচ্ছে, তাদের বিরুদ্ধেও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে ছাত্ররা ঘোষণা দেন যে, দেশের যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি ও সামাজিক দুর্যোগে সাধারণ ছাত্রসমাজ অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে থাকবে এবং ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাবে।
Leave a Reply