মানিক দাস:
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘ ১৫ বছর পলাতক থাকা আসামি মো. জাহাঙ্গীর হাওলাদার (৫০) কে পটুয়াখালী জেলার সদর থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় গতকাল রোববার দুপুর আনুমানিক ২:১৫ মিনিটে র্যাব-১০ এর একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে র্যাব-৪ ও র্যাব-৮ এর সহায়তায় পটুয়াখালী জেলার সদর থানাধীন ছোট চৌরাস্তা, পানির ট্যাংকির কলাতলা এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. জাহাঙ্গীর হাওলাদার বরিশাল জেলার গৌরনদী থানার একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। তার বিরুদ্ধে মামলা নম্বর-০২, তারিখ- ০৪/১২/২০০৩, জিআর-১৪৪/২০০৩, সেশন-১৫০/০৬।
জিজ্ঞাসাবাদে জানা যায়, সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিলেন এবং নিজের নাম-পরিচয় গোপন রাখতেন।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply