বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরে ১ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সি ( এফডিএ)। ফরিদপুরে নদী ভাঙ্গন কবলিত এলাকার অসহায় হতদরিদ্র মানুষের মাঝে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ সামগ্রী বিতরণ করেছে এফডিএ। বুধবার সকালে এফডিএ অফিসে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ছোরহাব হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন এফডিএ’র উপদেষ্টা মোঃ আজহারুল ইসলাম, বিএফএফ’র পরিচালক আ.ন.ম ফজলুল হাদী সাব্বির, পি ডব্লিউ ও এর পরিচালক হাফিজ মন্ডল, এফডিএর কর্মকর্তা আবু ছাহের আলম প্রমুখ।
সংস্থাটির নিজস্ব অর্থায়নে ফরিদপুর সদর উপজেলার নদী ভাঙ্গন কবলিত চরাঞ্চলের নর্থ চ্যানেল, ডিক্রিরচর, চরমাধবদিয়া, আলিয়াবাদ ইউনিয়নের ১ হাজার অসহায় দরিদ্রদের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, সেমাই, দুধসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply