মানিক দাস:
৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবিবার (৩ মার্চ) সকাল ১০টায় ফরিদপুর আঞ্চলিক নির্বাচন অফিসের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে আঞ্চলিক নির্বাচন অফিসে এসে শেষ হয়। পরে আঞ্চলিক নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল (পিপিএম), ফরিদপুর জেলা সিনিয়র নির্বাচন অফিসার তারেক আহমেদ এবং জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল।
সভায় বক্তারা ভোটার তালিকার নির্ভুলতা ও হালনাগাদের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র প্রণয়ন, ভোটার তালিকা হালনাগাদ এবং নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আলোচনায় বক্তারা আরও উল্লেখ করেন, জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রক্রিয়ায় বর্তমানে দীর্ঘ সময় লাগলেও ভবিষ্যতে এটি আরও সহজ ও দ্রুততর করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্ভুল ভোটার তালিকা তৈরি করা হচ্ছে, যাতে প্রকৃত ভোটারদের অন্তর্ভুক্ত করা যায়।
দিবসটি উপলক্ষে ফরিদপুরে স্মার্টকার্ড বিতরণ ও জাতীয় পরিচয়পত্র সংশোধনের বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সারাদেশের মতো ফরিদপুরেও এই কার্যক্রম দিনব্যাপী চলবে।
বক্তারা গণতন্ত্রের ভিত্তি হিসেবে সঠিক ও গ্রহণযোগ্য ভোটার তালিকার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হতে পারে, যা সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম করবে।
Leave a Reply