মানিক দাস:
ফরিদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (রবিবার) সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ আব্দুল্লাহ বিন কালাম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক অমিত বড়ুয়া, ফরিদপুর সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বক্তারা জানান, সারাদেশের তুলনায় ফরিদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো। জেলা পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। শহরে টহল ডিউটি বাড়ানো হয়েছে এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সভায় সড়ক দুর্ঘটনা রোধে চালকদের ডোপ টেস্ট চালুর ওপর জোর দেওয়া হয়। এছাড়া, ফরিদপুর শহরের যানজট নিরসনে বাইরের অটোরিকশা ও ইজিবাইক নিয়ন্ত্রণের আহ্বান জানানো হয়। বক্তারা জানান, শহরের বাইরে থেকে আসা যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের ফলে যানজটের সৃষ্টি হচ্ছে, যা দ্রুত সমাধান করা হবে।
এছাড়া সভায় জানানো হয়—
সভায় বক্তারা জেলার উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply