মানিক দাস:
ফরিদপুর জেলা ও মহানগর জিয়া মঞ্চের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলের সামনে এই কর্মসূচি পালিত হয়।
বাগেরহাট জেলার চিতলমারি থানার জিয়া মঞ্চের সভাপতি নিজাম কাজীকে হত্যার প্রতিবাদে ও খুনিদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
ফরিদপুর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক লিয়াকত আলী খান লাভলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস সাজ্জাদ আহমেদ শাওন। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান তসলিম, মুজিবুর রহমান দিলিপ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন, ইঞ্জিনিয়ার মনিরুল হক, শামসুল আলম পটু, মোঃ শহিদুল ইসলাম, আলিমুজ্জামান লিটন, মোকলেসুর রহমান লেবু, অলিউর রহমান বাচ্চু মোল্লা, ফরিদ হোসেন, খোকন মাতুব্বর, তরিকুল ইসলাম নায়েক, মহম্মদ ইয়াসিন মোল্লা, রাজীব আহমেদ রনি, হাফিজুর রহমান, গোলাম ইফতেখার রহমান, মোহাম্মদ লাভলু মিয়া, মিন্টু মিয়া, সাব্বির মৃধা ও ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিদুল ইসলাম কায়েসসহ অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “খুনি হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা দেশের বিভিন্ন স্থানে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং জাতীয়তাবাদী শক্তির উপর হামলা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় চিতলমারি থানার জিয়া মঞ্চের সভাপতি নিজাম কাজীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।”
তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি দ্রুত দোষীদের গ্রেফতার করা না হয়, তবে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা স্লোগানের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান এবং ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হন।
Leave a Reply