মানিক দাস:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আজ বুধবার বিকেলে শহরের অম্বিকা ময়দানে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—
এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। তারেক রহমান দেশের বাইরে থেকেও জনগণকে সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন।”
বক্তারা আরও বলেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে দেশের জনগণ চরম দুর্ভোগের শিকার হয়েছে। আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কারণে বিএনপির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়ে পালিয়ে বেড়াতে বাধ্য হয়েছে এবং নিজেদের ঘরে পর্যন্ত থাকতে পারেনি।
তারা বলেন, বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। যদি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে।
নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, গুম-খুন বন্ধ হবে এবং অর্থনীতি, ব্যাংকিংসহ সকল খাতের উন্নয়ন নিশ্চিত করা হবে। দ্রুত রাজনৈতিক সংস্কার কার্যক্রম সম্পন্ন করে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান তারা।
Leave a Reply