বিশেষ প্রতিনিধি:
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন ও বিক্ষোভ সমাবেশ করেছে। ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ রিট বাতিল এবং পলিটেকনিক শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচি পালিত হয়।
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন কম্পিউটার বিভাগের তৃতীয় পর্বের শিক্ষার্থী নাফিজুল ইসলাম রোহান। এ সময় উপস্থিত ছিলেন— মেকানিক্যাল বিভাগের সপ্তম পর্বের ছাত্র বুলবুল আহমেদ, কম্পিউটার বিভাগের পঞ্চম পর্বের ছাত্র দাউদ শেখ, মেকানিক্যাল বিভাগের সপ্তম পর্বের ছাত্র মোহাম্মদ তারিকুল, সিভিল বিভাগের সপ্তম পর্বের ছাত্র মো. আশিকসহ আরও অনেকে।
সমাবেশে শিক্ষার্থীরা অবিলম্বে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ রিট বাতিলসহ তাদের যৌক্তিক ও ন্যায্য দাবিসমূহ মেনে নেওয়ার আহ্বান জানান। তারা ঘোষণা দেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরা ক্লাস, পরীক্ষা ও শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবে।
১. ইন্সপেক্টর ও জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা অবিলম্বে বাতিল করতে হবে।
২. জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বাধ্যতামূলক করতে হবে।
৩. ক্রাফট ইনস্ট্রাক্টরসহ দেশের কারিগরি শিক্ষার সব পদে শুধুমাত্র কারিগরি শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে।
৪. পলিটেকনিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে প্রতিটি বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।
৫. কারিগরি শিক্ষার গুরুত্ব বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য ডিপ্লোমা প্রকৌশলীদের আবেদনের সুযোগ নিশ্চিত করতে হবে।
6. ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করতে হবে।
শিক্ষার্থীরা জানান, তাদের দাবি না মানা হলে তারা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।
Leave a Reply