নিউজ ডেস্ক:
ফরিদপুরের চকবাজারস্থ বণিক সমিতির কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে কার্যালয়ের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, ফলে অফিসের আসবাবপত্র, নথিপত্রসহ গুরুত্বপূর্ণ সামগ্রী পুড়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, “আমরা খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে আসি এবং আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।” ফরিদপুর বণিক সমিতির নেতারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে অনেক গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়েছে, তবে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।ঘটনার পরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব জনাব একেএম কিবরিয়া স্বপন ঘটনাস্থল পরিদর্শন করে
Leave a Reply