মানিক দাস:
ধর্ষণের শিকার হয়ে নিহত শিশু আছিয়ার হত্যার বিচারের দাবিতে শোকসভা করেছে ফরিদপুর জেলা ও মহানগর জাতীয়তাবাদী মহিলা দল।
সোমবার (১৭ মার্চ) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। শোকসভায় সভাপতিত্ব করেন মহানগর মহিলা দলের সভাপতি রোকসানা পারভীন পাপিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা নাসরিন, সাংগঠনিক সম্পাদক লুবনা জাহান, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক শিল্পী আক্তার, কোতোয়ালি থানা মহিলা দলের সভাপতি সেলিনা জাহানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
শোকসভায় বক্তারা বলেন, সরকারকে অবিলম্বে আছিয়ার ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা দাবি জানান, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং প্রকাশ্যে পাথর মেরে ধর্ষকের শাস্তি দেওয়া উচিত।
বক্তারা আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। নারীরা রাস্তাঘাটে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের আয়োজনের দাবি জানান।
Leave a Reply