নিউজ ডেস্ক:
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফরিদপুর স্টেডিয়াম সংলগ্ন গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ৮:৪৫ মিনিটে শহীদদের স্মরণে ফরিদপুর স্টেডিয়াম সংলগ্ন গণকবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় শ্রদ্ধা নিবেদন করেন ফরিদপুর জেলা প্রশাসন, ফরিদপুর জেলা পুলিশ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফরিদপুর জেলা ইউনিট, ফরিদপুর জেলা পরিষদ, ফরিদপুর পৌরসভাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, মুক্তিযোদ্ধাবৃন্দসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সর্বস্তরের জনগণ শ্রদ্ধা জানাতে অংশ নেন।
Leave a Reply