মানিক দাস:
মহিম ইনস্টিটিউশন ও মহিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিদ্যালয়ের নিজস্ব মাঠে উক্ত ক্রীড়া প্রতিযোগিতা ও বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) ইয়াছীন কবিরের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান বিদ্যালয় এর প্রধান শিক্ষক মাধব চন্দ্র দাস মহিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা বেগম, বার্ষিক ক্রীড়া উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী খান ।
অনুষ্ঠানে মোট ৩৬ টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সাত গ্রুপে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। এছাড়া প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা দের জন্য ও একটি করে খেলা অনুষ্ঠিত হয় ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত খেলা উপভোগ করেন। দিন ব্যাপী এ প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply