ঢাকা প্রতিনিধি:
রাজধানীর কামরাঙ্গীরচর থেকে চাঁদাবাজ হিরোকে গ্রেফতার করেছে র্যাব-১০। শনিবার (৯ মার্চ) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল তাকে আটক করে।
র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ মার্চ রাতে চাঁদাবাজ হিরো (৩২) এবং তার সহযোগীরা রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন সিলেটি বাজার এলাকায় নূর মোহাম্মদ নামে এক চা দোকানির কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। দোকানির পক্ষ থেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে, হিরো ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র-শস্ত্র ও লাঠিসোটা নিয়ে নূর মোহাম্মদ ও তার স্ত্রীকে মারাত্মকভাবে আঘাত করে এবং দোকানের মালামাল ভাঙচুর করে।
এই ঘটনার পর ভিকটিম নিজে কামরাঙ্গীরচর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিকে গ্রেফতারের জন্য র্যাব-১০ এর অধিনায়কের কাছে একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এর ভিত্তিতে র্যাব-১০ আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং সফল অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত চাঁদাবাজ হিরোর পূর্ণ পরিচয় নিম্নরূপ—
🔹 নাম: চাঁদাবাজ হিরো (৩২)
🔹 পিতা: মোঃ শহিদ মিয়া
🔹 স্থায়ী ঠিকানা: ভৈরব, থানা-ভৈরব, জেলা- কিশোরগঞ্জ
🔹 বর্তমান ঠিকানা: উসমানঘাট ৪ নম্বর গলি, রাজমিস্ত্রীর বাড়ির ৪র্থ তলার ভাড়াটিয়া, থানা- কামরাঙ্গীরচর, ডিএমপি, ঢাকা
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা নং-১২, তারিখ- ৮/৩/২০২৫, ধারা- ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩৫৪/৩৮০/৩৮৫/৩৮৬/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেফতারের পর আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply