মানিক দাস:
বাংলাদেশ কৃষি ব্যাংকের ফরিদপুর ও কুষ্টিয়া বিভাগের ১০ জেলার ১৬৫টি শাখার শাখা ব্যবস্থাপকদের নিয়ে ২০২৪-২০২৫ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (তারিখ উল্লেখ করুন) ফরিদপুর সদর উপজেলা হলরুমে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হোসেন এবং সম্মানিত অতিথি ছিলেন কুষ্টিয়া বিভাগের মহাব্যবস্থাপক উৎপল কবিরাজ।
সভায় ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী ব্যাংকের ২০২৪-২৫ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনে শাখা ব্যবস্থাপকদের কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। আসন্ন রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বৈদেশিক রেমিট্যান্স গ্রহণ ও আমানত সংগ্রহে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এ প্রসঙ্গে ৪৬ দিনব্যাপী রেমিট্যান্স উৎসব ও পুরস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের নির্দেশ দেন।
তিনি আরও বলেন, ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম বিশেষত স্থগিত সুদবাহী, শ্রেণীকৃত, শ্রেণিযোগ্য ও পুনঃতফসিলকৃত ঋণসমূহ আদায়ে শাখাগুলোর বিশেষ মনোযোগ দিতে হবে।
উপব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হোসেন তার বক্তব্যে কৃষি, সিএমএসএমই ও কৃষিভিত্তিক শিল্প খাতে গুণগতমানসম্পন্ন ঋণ বিতরণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা কৃষি ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল করতে সকল কর্মকর্তাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply