মাঝে মাঝেই জীবন টা বিষন্নতায় ভরে ওঠে…
কেন এমন হয় জানি না…!!!
এটাই মনে হয় জীবন….।
চাওয়া পাওয়ার অংশ টুকু শুধু কালো কালির কালিমায় ঢেঁকে যায় অবিরত।
কেন এমন হয়…!!
যার হিসাব সত্যি-ই মিলাতে পারিনী আজও…
মায়ার বাঁধন ছিন্য করে,
চলে এসেছি ঢাকা শহরে সেই কবেই।
এখানেও মাঝে মাঝেই কালো মেঘের ছায়া ঘিরে ধরে আমাকে।।
আজ মনে পড়ে রবীন্দ্রনাথ এর ছুটি গল্পের,ফটিকের চরিত্রের কথা
কারন–আমি মাঝে মাঝেই এমন এক
অবস্থানের মধ্যে পড়ে যাই
তখনি জীবন থেকে ইতি টান তে ইচ্ছা করে।
শৈশবে এক জ্যোঁতিষীর হাতে হাত
রেখে ছিলাম,,ভাগ্যের ইনভেলপ ঠোঁটে তুলে
সবুজ টিয়া পাখিটি আমায় বলে ছিল,
ভাগ্য প্রসন্ন একদিন অনেক বড় হবে
ফরিদ পুরের আলি পুর ট্রাফিক মোড়ে
এখন সবুজ টিয়া পাখিটি আর নেই
নেই সেই জ্যোঁতিষী বাবু।
Leave a Reply