মানিক দাস:
প্রাথমিক পর্যায়ে বাংলা ও ইংরেজি বিষয়ে সাবলীল পাঠক তৈরীর পদ্ধতি ও কৌশল বিষয়ে চাহিদাভিত্তিক সাবক্লাস্টার প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার ডিক্রির চর ইউনিয়নের ৩৭ নং মধ্য চর টেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাজন ডাঙ্গা ক্লাসটারের ৬ টি বিদ্যালয়ের ২৫ জন শিক্ষক উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে অত্যন্ত সুশৃঙ্খল, আনন্দদায়ক ও প্রানবন্ত অংশগ্রহণ ছিলো শিক্ষকদের। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চমৎকার ও আকর্ষণীয় পরিবেশে প্রশিক্ষণটি সম্পন্ন হয়।
এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শিহাব খান ও সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন মধ্য চর টেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খানম মেরী।
প্রশিক্ষণে প্রশিক্ষক শিহাব খান বলেন,”একদিন ব্যাপী এ প্রশিক্ষণ শিক্ষকদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। শিশুদের পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য নতুন নতুন আইডিয়া বাস্তবায়নে সাব ক্লাস্টার প্রশিক্ষন অত্যন্ত কার্যকরী। শিক্ষার্থী ও শিক্ষকদের প্রয়োজনের কথা মাথায় রেখে সাব ক্লাস্টার প্রশিক্ষন চালু রাখা প্রয়োজন।
Leave a Reply