মানিক দাস:
ফরিদপুর সদর উপজেলা রিসোর্স সেন্টারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১৪ দিনব্যাপী লিডারশিপ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। আজ ১৬ ফেব্রুয়ারি রোববার সকালে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন মধুখালী উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর প্রশিক্ষণ কো-অর্ডিনেটর কাজী রবিউল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন। কোর্স প্রশিক্ষক উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শিহাব খান, নগরকান্দা উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর সাধন কুমার সাহা চৌধুরী প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রশিক্ষণার্থী কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম।
১৪ দিনব্যাপী এ প্রশিক্ষণে ২৫ টি বিদ্যালয় থেকে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন।
Leave a Reply