শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব শুরু শিল্পকলা একাডেমিতে
নাফিজ ইসলাম:
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হলো ৪ দিনব্যাপী ‘শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব’। উৎসবের মূল লক্ষ্য শাস্ত্রীয় সংগীত ও নৃত্য চর্চাকে আরও বিকশিত করা। জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (সচিব পদমর্যাদা) ড. সৈয়দ জামিল আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, “উচ্চাঙ্গ নৃত্য ও সংগীতকে কখনই অবহেলা করা যাবে না। আগামী বছর থেকে প্রতিমাসে অন্তত ২ দিন করে এ উৎসব আয়োজন করতে চাই।” তিনি আরও বলেন, “ভারত পারলে আমরা কেন পারবো না? আমাদের দেশে শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের চর্চা আরও বৃদ্ধি করা দরকার।”
এই আয়োজনে অংশগ্রহণ করেছেন দেশের খ্যাতনামা সংগীত ও নৃত্যশিল্পীরা। উদ্বোধনী দিনে পরিবেশিত হয়েছে বিভিন্ন শাস্ত্রীয় ধারার নৃত্য ও সংগীত। উদ্বোধনী সমবেত নৃত্য ‘শুভেচ্ছা ও ভালোবাসা’ পরিবেশন করেন একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ, পরিচালনায় ছিলেন স্নাতা শাহরীন। এছাড়াও কাব্যশ্রী রায় চৌধুরী, অভিজিৎ কুন্ড, জুবায়ের হোসেন নাইম, প্রিয়াংকা সরকারসহ আরও অনেকে একক ও সমবেত পরিবেশনায় অংশ নেন।
২০ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় দিনের আয়োজন। এই দিনে একাডেমি ফর মনিপুরি কালচারাল এন্ড আর্টস, সিলেট পরিবেশন করবে মনিপুরি নৃত্য। একক সংগীত পরিবেশন করবেন সৌমিতা বোস, করিম শাহাবুদ্দিনসহ আরও অনেকে। একক ও সমবেত নৃত্য পরিবেশন করবেন সুমাইয়া ইসলাম, বাবরুল আলম চৌধুরী, মাসুম হোসাইনসহ আরও অনেকে।
আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ২০২৫, প্রতিদিন বিকাল ৫:০০ টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসব সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
Leave a Reply