সঙসার: স্রোত আবৃত্তি সংসদের ব্যতিক্রমী আবৃত্তি প্রযোজনা
নাফিজ ইসলাম:
সংস্কৃতি বিকাশ কেন্দ্রের প্রাঙ্গণে গতকাল মঞ্চস্থ হলো স্রোত আবৃত্তি সংসদের নতুন প্রযোজনা “সঙসার”। ব্যতিক্রমী নির্দেশনা এবং উপস্থাপনার মধ্য দিয়ে এই আবৃত্তি প্রযোজনার উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।
প্রযোজনার পেছনে থাকে নিরলস পরিশ্রম এবং নানাবিধ প্রতিকূলতা, তবে মঞ্চায়নের পরই তার সফলতা নির্ধারিত হয়। গতকালও এর ব্যতিক্রম হয়নি। কালবৈশাখীর তাণ্ডব যেন সফলতার পথকে লণ্ডভণ্ড করে দিতে উদ্যত ছিল। কিন্তু আমন্ত্রিত অতিথিদের প্রায় দুই ঘণ্টার ধৈর্য ধরে অপেক্ষার পর, প্রকৃতির প্রতিকূলতাকে উপেক্ষা করেই প্রযোজনার পরিণতি দেওয়া হয়। উপস্থিত সকল অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্রোত আবৃত্তি সংসদ।
গল্প-কবিতা মানুষের বোধকে জাগ্রত করে, সংসারের রঙ্গমঞ্চে দায়িত্বের আড়ালে হারিয়ে যাওয়া চেতনাকে শাণিত করে। এই জীবনবোধের এক অনন্য সংমিশ্রণ ছিল সঞ্জীব চট্টোপাধ্যায়ের রচনার উপর ভিত্তি করে নির্মিত “সঙসার” প্রযোজনা। এর গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন মাহফুজ রিজভী।
স্রোত আবৃত্তি সংসদের এই আয়োজন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। আবৃত্তির মাধ্যমে সমাজের বিভিন্ন দিক তুলে ধরার এই প্রয়াসকে আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিপ্রেমীরা।
জয়তু কবিতা, জয়তু স্রোত আবৃত্তি সংসদ।
Leave a Reply