মানিক দাস:
রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, দিনের বেলা হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রাখা এবং অশ্লীলতা ও বেহায়াপনা বর্জনের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেনের সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে একটি র্যালি জনতা ব্যাংকের মোড় থেকে শুরু হয়ে প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয় এবং পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাছির আইয়ুবী, সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা কামরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, সহ-সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক, সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “দেশের ৯৫% মুসলমানের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানিয়ে রমজানে দিনের বেলা সব হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রাখা জরুরি। বিশ্বের অন্যান্য দেশে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য কমানো হলেও বাংলাদেশে সিন্ডিকেটের কারণে এর উল্টো চিত্র দেখা যায়। এ অবস্থার পরিবর্তন করতে হবে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
তারা আরও বলেন, “রমজানে সকল ধরনের অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে। তারাবির সময় উচ্চ শব্দে গান-বাজনা বন্ধ রাখা এবং প্রশাসনকে এ বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে।” সমাবেশে সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply