মানিক দাস:
স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ম্যাটস্ ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) ইস্যুতে গৃহীত সিদ্ধান্তের প্রতিবাদ এবং পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুরের ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এক প্রতিবাদ সভার আয়োজন করেছে। সভা থেকে জানানো হয়, অবিলম্বে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি গ্রহণসহ কর্মবিরতিতে যাওয়া হবে।
বৃহস্পতিবার বিকেলে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ, ফরিদপুরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র প্রতিনিধি রাজিব ইসলাম। এ সময় ছাত্র প্রতিনিধি শরিফুল ইসলাম, মাসবুর আল জাবের, জহির উদ্দিন মাবের, রিফাত ইসলাম, কাজী তানসিব তীব্র ও মেহেদী হাসানসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ম্যাটসদের প্রেসক্রিপশন প্রদানের অনুমতি দেওয়া হলে দেশে অপচিকিৎসার সুযোগ তৈরি হবে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক সিদ্ধান্ত বাতিল এবং বিএমডিসি থেকে ম্যাটসদের রেজিস্ট্রেশন প্রদান বন্ধ করার দাবি জানানো হয়। তারা বলেন, পাঁচ দফা দাবি বাস্তবায়ন হলে দেশের স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং রোগীরা উপকৃত হবেন।
পাঁচ দফা দাবি:
১. এমবিবিএস/বিডিএস ব্যতীত কেউ ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবে না। বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন শুধুমাত্র এমবিবিএস/বিডিএস ডিগ্রিধারীদের দেওয়া হবে।
২. উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে ওটিসি ওষুধের তালিকা হালনাগাদ করতে হবে। এমবিবিএস/বিডিএস ব্যতীত কেউ ওটিসি তালিকার বাইরের ওষুধ প্রেসক্রাইব করতে পারবে না।
৩. চিকিৎসক সংকট নিরসনে ১০,০০০ জন নতুন চিকিৎসক নিয়োগ এবং প্রতিবছর ৪,০০০-৫,০০০ জন চিকিৎসক নিয়োগের ব্যবস্থা করতে হবে। ডাক্তারদের বিসিএস পরীক্ষার বয়সসীমা ৩৪ বছর করতে হবে।
৪. সকল মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ এবং ম্যাটস প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। পাশ করা ম্যাটস শিক্ষার্থীদের ‘মেডিকেল অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে নিয়োগ দিতে হবে।
৫. চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘চিকিৎসক সুরক্ষা আইন’ বাস্তবায়ন করতে হবে।
শিক্ষার্থীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবির ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি বা আশ্বাস দেয়নি। এরূপ উপেক্ষার ফলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘোষণা করেন, পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ, ফরিদপুরের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন করবে।
Leave a Reply