মানিক দাস:
ফরিদপুরে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের ১৯০তম জন্মতিথি পূজা উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।
উৎসবের অংশ হিসেবে বেলা ১২টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। শ্রী রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি রবীন্দ্রনাথ রায় কর্মকারের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহরাব হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলি ইসা, শ্রী রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুরবরানন্দ মহারাজ, শ্রী রামকৃষ্ণ মিশনের কর্মকর্তা স্বামী কালীকেশ মহারাজ, রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত রবীন্দ্রসংগীত শিল্পী স্ট্রিভ তূর্য।
আলোচনা সভার পরপরই অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান। এতে ধর্মীয় নৃত্য, রামায়ণ সংগীতসহ নানা পরিবেশনা উপস্থাপিত হয়। বিপুলসংখ্যক ভক্তবৃন্দ ও দর্শনার্থী উৎসবের বিভিন্ন আয়োজন উপভোগ করেন।
উক্ত পূজা উৎসব উপলক্ষে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ভক্তদের অংশগ্রহণ ও ধর্মীয় অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি উদযাপন সার্থক হয়ে ওঠে।
Leave a Reply