মানিক দাস:
“সমবায় শক্তি, সমবায় মুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ মার্চ) সকাল ১০টায় কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ভবনের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর মো. ইউসুফ আলী, কানাইপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. তুষার খান।
সমিতির প্রবীণ সদস্য মো. এহতেশাম খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মো. জাহাঙ্গীর মুন্সী, সাইফুল ইসলাম কামাল, সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম শেখ এবং সাধারণ সম্পাদক মো. হাসিব মাতুব্বর। সভা পরিচালনায় ছিলেন মো. জাহিদুল ইসলাম, উজ্জ্বল দত্ত ও মিজানুর রহমান।
সভায় সমিতির বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করা হয়। সভাপতি মো. জাহিদুল ইসলাম শেখ তার বক্তব্যে সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে তৃতীয় তলা ভবন নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, সমিতির সদস্য সংখ্যা ৫৮৬ জন হলেও কিছু অসাধু সদস্য সমিতির অর্থ আত্মসাৎ করছে। এ বিষয়ে তিনি সকল সদস্যকে সচেতন হওয়ার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি হাবিবুর রহমান সাইফুল, সাবেক সাধারণ সম্পাদক আ. মোতালেব শেখসহ অন্যান্য সদস্যরা।
Leave a Reply