মানিক দাস:
ফরিদপুরে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও চিকিৎসকবৃন্দের উদ্যোগে র্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (রবিবার) বেলা ১২:৩০ মিনিটে এ কর্মসূচি পালিত হয়।
মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী রাধিত ইসলামের সভাপতিত্বে একটি র্যালি ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ফরিদপুর প্রেসক্লাবে এসে শেষ হয়। র্যালি শেষে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের শিক্ষার্থী সাদমান রাফি, শাহরিয়ার পারভেজ, ফারিয়া আক্তার, ইসরাত বাবলিসহ অন্যান্য শিক্ষার্থী ও চিকিৎসকবৃন্দ।
প্রতিবাদ সমাবেশ থেকে শিক্ষার্থীরা ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং অবিলম্বে তাদের ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
Leave a Reply