মানিক দাস:
দেশব্যাপী খুন, ধর্ষণ এবং নারী নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ মার্চ, বুধবার সকাল ১০:৩০ টায় ফরিদপুর শহরের প্রধান সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সামাজিক প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক শিপ্রা রায়। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক হোসনেয়ারা বেগম, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিপ্লব কুমার মালো, কমিউনিস্ট পার্টির রফিকুজ্জামান লায়েক, জেলা খেলাঘরের সভাপতি আলতাফ হোসেন, বিনোদন নাট্যগোষ্ঠীর প্রতিনিধি রাসেল মিয়া, চাঁদের হাটের প্রতিনিধি মাহফুজ খান বাদল, সনাক ফরিদপুরের সাবেক সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন, ফরিদপুর নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক পান্না বালা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিনিধি নন্দিতা ঘোষ, সিনিয়র আইনজীবী মানিক কুমার মজুমদার, উদীচী শিল্পী গোষ্ঠীর প্রতিনিধি ইমদাদ মিয়া, ধর্ষণের বিরুদ্ধে আমরা সংগঠনের সাধারণ সম্পাদক দিল আফরোজ শ্রাবণী এবং ব্লাস্ট ফরিদপুর ইউনিটের সমন্বয়কারী এডভোকেট শিপ্রা গোস্বামী।
বক্তারা নারী ও শিশু নির্যাতনের ঘটনার দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তারা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
এই মানববন্ধনের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
Leave a Reply