মানিক দাস:
ফরিদপুর বিভাগীয় বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব জহিরুল হক শাহাজাদা মিয়া, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গিসহ ফরিদপুর বিভাগের বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের মূল লক্ষ্য ছিল দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। গত ৫ আগস্ট খুনি ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে সেই লক্ষ্য অর্জনের পথ সুগম হয়েছে। তারা দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন কোনো অপকর্মে জড়িয়ে না পড়ে।
বক্তারা আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে হবে এবং এর জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আগামীর বাংলাদেশ হবে সুষ্ঠু নির্বাচনের বাংলাদেশ। বিএনপির অবশ্যম্ভাবী বিজয় নিশ্চিত করতে দলের নেতা-কর্মীদের তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে জনগণের কাছে যেতে হবে। জনগণের মন জয় করতে হবে এবং তাদের দোরগোড়ায় পৌঁছে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ পর্যায়ক্রমে বিভিন্ন সভার আয়োজন করবেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করবেন। বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপি আন্দোলন-সংগ্রাম করে আসছে, আর মাত্র কিছুদিন ধৈর্য ধরলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সংস্কারের নামে কালক্ষেপণ না করে অবিলম্বে জাতীয় নির্বাচনের ঘোষণা দিতে হবে।” তারা নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
Leave a Reply