মানিক দাস:
ফরিদপুরে ছাত্র জনতার উদ্যোগে ধর্ষণ, নারী নিপীড়ন ও বিচার বিভাগের অব্যবস্থাপনার বিরুদ্ধে পদযাত্রা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (তারিখ) সকাল ১১:৩০ মিনিটে ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষার্থী সাইফ খান। এছাড়া উপস্থিত ছিলেন নিরব ইমতিয়াজ শান্ত, সৌরভ হোসেন, মো. সোহেল রানা, কাজী জেবা তাহসিন, সানজিদা স্বাগতা, সোমা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা দেশের নারী নির্যাতন ও ধর্ষণের বিচারহীনতার কঠোর সমালোচনা করেন। তারা বলেন, “তনু থেকে আছিয়া—কাউকেই আমরা এখনো ন্যায়বিচার দিতে পারিনি। আজকের সমাজে কন্যা সন্তান বাবার হাতেও নিরাপদ নয়। নারীরা নিশ্চিন্তে রাস্তায় চলাফেরা করতে পারছে না।”
বক্তারা আইনজীবীদের আহ্বান জানিয়ে বলেন, “আপনারা ধর্ষকদের পক্ষে মামলা পরিচালনা করবেন না। এদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
বক্তারা আরও দাবি করেন, দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ, এবং যারা এতদিন অন্যায়ভাবে শাসন করেছে, তারাই এর পেছনে দায়ী। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
সমাবেশ থেকে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
Leave a Reply