মানিক দাস:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (তারিখ উল্লেখ করুন) ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, ফজলুল হক টুলু, আজম খান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম, জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠুসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্যে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বিগত ১৭ বছর ধরে স্বৈরাচারী সরকার বিএনপির ওপর দমন-পীড়ন চালিয়ে আসছে। এমনকি ইফতার মাহফিল আয়োজন করতেও বাধা দেওয়া হয়েছে। কিন্তু এখন বিএনপির রাজপথের আন্দোলনের ফলে এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান পালনের সুযোগ তৈরি হয়েছে।”
বক্তারা আরও বলেন, “বর্তমান সরকার ক্ষমতা হারালেও বিএনপির চূড়ান্ত লক্ষ্য এখনো পূরণ হয়নি। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। আগামী নির্বাচনে বিএনপির জয় অবশ্যম্ভাবী। তাই দলীয় নেতাকর্মীদের সতর্ক থেকে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।”
এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনের জন্য দোয়া করা হয়।
সভায় বক্তারা আরও বলেন, “দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচারী সরকার ক্ষমতা ছেড়েছে, কিন্তু ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। দেশের জনগণ বিগত ১৭ বছরে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। রাতের আঁধারে ভোট ডাকাতির সংস্কৃতি চালু করা হয়েছে। এবার সেই ভোট ডাকাতির সংস্কৃতি বন্ধ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।”
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply