মানিক দাস:
বাংলাদেশ ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে অবস্থিত স্টার কাবাব রেস্টুরেন্টে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বদর দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল ফরিদপুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী দপ্তর সম্পাদক মাওলানা বরকতুল্লাহ লতিফ।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার আমীর বদরুদ্দিন, খেলাফত আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, ইসলামী আন্দোলনের জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট খান মোহাম্মদ সারওয়ার, খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা আমজাদ হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি রেজওয়ান হোসেন নাঈম, যুব আন্দোলনের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল জামিল, শ্রমিক আন্দোলনের সভাপতি মিজানুর রহমান ও জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা শামসুল হক।
বক্তারা বলেন, বদর দিবসের তাৎপর্য অপরিসীম। পবিত্র রমজান মাসেই কোরআন শরীফ নাজিল হয়েছিল, যা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা আরও বলেন, দীর্ঘ ১৭ বছর দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তবে গত ৫ আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর দেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। এখন বিভেদের সময় নয়, বরং সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করা সম্ভব। তাই ইসলামী দলগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।
এছাড়া, তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার কার্যক্রমকে সময় দেওয়ার আহ্বান জানান এবং দাবি করেন, পরিপূর্ণ সংস্কারের পরই নির্বাচন হতে হবে।
Leave a Reply