মুক্তির সংগ্রাম ডেস্ক:
ঢাকা থেকে যাত্রী সেজে ভাড়া করা মাইক্রোবাস ছিনতাইয়ের চেষ্টার সময় ৯৯৯-এ ফোন পেয়ে ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ মাইক্রোবাস উদ্ধার করে। বুধবার সকালে বোয়ালমারী পৌরবাজারের অগ্রণী ব্যাংকের সামনে থেকে উদ্ধার করা হয়।
পুলিশ সুত্রে যানাযায় মাইক্রোবাসটির মালিকের দেওয়া তথ্যমতে, ঢাকার বাড্ডা সুবাস্তু টাওয়ার এলাকা থেকে মঙ্গলবার রাত ১টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে এনামুল নামে এক ব্যক্তি গোপালগঞ্জের মুকসুদপুর যাওয়ার কথা বলে
মাইক্রোবাসটি ১১ হাজার টাকায় ভাড়া করে নারীসহ পাঁচ যাত্রী রওনা হন।
এক পর্যায়ে যাত্রীরা গাড়ির চালক জামাল হাওলাদারকে গোপালগঞ্জের কাশিয়ানীর ব্যাসপুর এলাকায় যেতে বলেন। ব্যাসপুর এলাকায় ভোর সাড়ে ৪টার দিকে নারী যাত্রীসহ তিনজন নেমে চালককে গাড়ির পেছনের ডালা খুলে লাগেজ নামিয়ে দিতে বলেন। চালক ডালা খুলে লাগেজ নামানো শেষ হতেই গাড়িতে থাকা অন্য দুই যাত্রী মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যান।
সেখানে নেমে যাওয়া তিন যাত্রীর সঙ্গে মাইক্রোবাসের চালক জামালের ধস্তাধস্তির হয়। এক পর্যায়ে জামাল চিৎকার শুরু করেন। তখন এলাকাবাসী ওই নারী ও পুরুষ যাত্রীকে আটক করে কাশিয়ানী পুলিশকে খবর দেন।
এদিকে, ভোর ৫টার দিকে মালিক সোহেল রানা তার গাড়ি ছিনতাইয়ের খবর পান। তিনি ঢাকা থেকে জিপিএসের মাধ্যমে মাইক্রোবাসটির লোকেশন শনাক্ত করে জরুরি নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে বোয়ালমারী থানা পুলিশকে জানিয়ে গাড়িটি লক করে দেন।এ অবস্থান শনাক্ত করে বোয়ালমারী থানা পুলিশ গিয়ে মাইক্রোবাসটি উদ্ধার করে।
Leave a Reply