নাফিজ ইসলাম:
ঢাকা, ২৬ মার্চ ২০২৫: বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে আজ বিকাল ৪টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মুক্তির মহিমা’। একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানটি দেশাত্মবোধক আবহে দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেন (উপসচিব)। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোকচিত্র শিল্পী, শিক্ষক ও সমাজকর্মী জান্নাতুল মাওয়া। তাঁরা স্বাধীনতার গুরুত্ব, মুক্তিযুদ্ধের চেতনা ও সংস্কৃতির ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করা হয়। আবৃত্তিশিল্পীদের কণ্ঠে ফুটে ওঠে স্বাধীনতা সংগ্রামের আবেগঘন মুহূর্ত, আর নৃত্যশিল্পীদের নৃত্যগীতিময় পরিবেশনা শ্রোতাদের নিয়ে যায় এক অনন্য দেশাত্মবোধের ভুবনে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির এ আয়োজন দেশপ্রেম ও সাংস্কৃতিক চেতনার উজ্জীবন ঘটিয়েছে। ‘মুক্তির মহিমা’ অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে আয়োজকরা জানিয়েছেন।
স্বাধীনতার চেতনাকে উজ্জীবিত করতে এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে শিল্পকলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়।
Leave a Reply